নয়াদিল্লী, ০৭ আগস্ট- চলতি ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কলম্বোয় দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলায় আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় তাকে শাস্তি হিসেবে পরবর্তী এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু নিষেধাজ্ঞা পালনেই শাস্তি শেষ হয়ে যাচ্ছে না টেস্ট অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান অধিকারীর। একইসাথে তাকে গুনতে হবে দ্বিতীয় টেস্টের ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা এবং তার নামের পাশে যুক্ত হবে তিনটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির এই আচরণবিধিতে বলা হয়েছে, কোনো খেলোয়াড় যদি মাঠে কারও প্রতি (তিনি হতে পারেন প্রতিপক্ষের খেলোয়াড়, আম্পায়ার, সাপোর্ট স্টাফ কিংবা অন্য যে কোনো কেউ) বল ছুঁড়ে মারে, যেটা দেখতে খুব বাজে কিংবা খুব আক্রমণাত্মক মনে হবে, তখন এই ধারা প্রয়োগ করা হবে। শনিবার রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের দিকে তেমনই একটি বল ছুড়ে মারেন। নিজের বলে তিনি নিজে ফিল্ডিং করে এমনভাবে বলটি ছুড়ে মারেন, যেটাকে খুব আক্রমণাত্মক মনে হয়েছে। আম্পায়ার সাথে সাথে তাকে এ নিয়ে সতর্ক করেন। ভাগ্যক্রমে করুনারত্নে ওই ছুড়ে মারা বলে আহত হওয়া থেকে বেঁচে যান। এই অপরাধেই জাদেজার ৩ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় এবং সঙ্গে ম্যাচ ফির ৫০ ভাগ কেটে নেয়ার সিদ্ধান্ত হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uhPnQY
August 07, 2017 at 08:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন