ঢাকা, ২৫ আগষ্ট- গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের এক নম্বর নায়ক ছিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ভালো করেছিলেনর সাকিব আল হাসানও।এ দুজনের সঙ্গে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পেসার মুস্তাফিজকেও জ্বলে উঠতে হবে। এ তিন তারকার দিকেই তাকিয়ে দল। শুক্রবার সাংবাদিকদের এমনটাই বললেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি বলেন, মিরাজ, মুস্তাফিজ খুব ভালো বোলার। ওরা খুব ভালো বোলিংও করেছে কোনো সন্দেহ নেই। আমাদের যদি এগিয়ে থাকতে হয় তাহলে তাদের খুব ভালো বল করতে হবে। বিশেষ করে সাকিব, মুস্তাফিজ, মিরাজকে খুব ভলো করতে হবে। ওরাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার। ওরা যদি ভালো পারফরম করতে পারে তাহলে অবশ্যই আমরা এগিয়ে থাকতে পারবো। অস্ট্রেয়িার বিপক্ষে এখনও কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে এবার স্বপ্ন অনেক বড়। সিরিজ জয়্, এমনকি ২-০তে ব্যবধানে জয়ের স্বপ্ন দেখা হচ্ছে! এ নিয়ে তামিম বলেন,২-০ ব্যবধানে জিততে হলে আগে ছোটো ছোটো বিষয়গুলো ঠিকভাবে করতে হবে। ২-০ বলে দিলাম আর হয়ে যাবে তা তো হবার না। যে দলই জিতুক, প্রতিটি সেশন, প্রতিটি বল লড়াই করতে হবে। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যে দল মাঠে ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, জেতার সম্ভাবনা বেশি থাকবে। স্বপ্ আকাশচুম্বি হলেও দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান তামিম। তিনি বলেন, আমরা দল হিসেবে চেষ্টা করবো যেন দুটি টেস্টই জিতি। ২৭ তারিখ যখন মাঠে নামবো, আমরা চিন্তাই করবো যে জেতার জন্য নামছি। তবে সবারই মনে রাখা উচিত, ৫ দিনের খেলা ১ ঘণ্টায় শেষ হয়ে যায় না। পাঁচ দিনের ম্যাচ পাঁচ দিনই খেলতে হয়। প্রতিটি মিনিট করে খেলে গিয়ে একটা ফল আসে। আর/১৭:১৪/২৫ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gbx1Lm
August 26, 2017 at 12:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top