ব্যাংকের চাঙর ভেঙে আতঙ্ক কোচবিহারে

মেখলিগঞ্জ, ২৪ আগস্টঃ অফিস আওয়ার্সেই ব্যাংকের ছাদের চাঙর ভেঙে পড়ল। চাঙর ভাঙার প্রচন্ড শব্দে আতঙ্কিত গ্রাহকেরা মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে বেরোতে শুরু করে। বৃহস্পতিবার কোচবিহার জেলার সেন্ট্রাল ব্যাংকের মেখলিগঞ্জ শাখার ঘটনা।

ব্যাংকে টাকা তুলতে আসা গ্রাহক বাপ্পা মন্ডল, সরিফা বিবি, রশিদা বিবি জানান, যেভাবে ব্যাংকের ভবনটি বিপজ্জনক অবস্থায় কোনোরকম মেরামতি না করেই কাজ চালিয়ে যাচ্ছে তাতে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়ো ধরণের কোনো দূর্ঘটনা। এদিন ব্যাংক কর্মী এবং গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া আতঙ্কের জেরে কেউ আর ভয়ে ব্যাংকে প্রবেশ করতে পারেননি। ব্যাংক ভবনটির বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থা। সেন্ট্রাল ব্যাংকের মেখলিগঞ্জ শাখা ম্যানেজার সোনু বর্মা বলেন, এদিনের ঘটনায় গ্রাহক এবং ব্যাংক কর্মী সকলের মনেই আতঙ্ক তৈরি হয়েছে। পুরো বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v8M9Qv

August 24, 2017 at 05:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top