লেবাননে প্রবাসী ক্রিকেট লীগের জাঁকজমক শুভ উদ্ধোধন

Untitled-1

বাবু সাহা, লেবাননঃ ২৪টি দল নিয়ে লেবাননের জুনি কাসলিক মাঠে আজ ১৩ আগষ্ট রবিবার ৭ম বারের মত প্রবাসী ক্রিকেট লীগ টুর্নামেন্টের জাঁকজমক শুভ উদ্ধোধন হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে আজিজুল হক ভূইয়ার পরিচালনায় মঞ্চে সভাপতিত্ব করেন প্রবাসী ক্রিকেট লীগের সভাপতি শাহাদাত হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল রাবিয়া সার্ভিসের স্বত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ সারোয়ার।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মন্জু হাছান, আল আমিন ও মুক্তার হোসেন।বক্তব্য রাখেন, আয়োজক কমিটির সাধারন সম্পাদক সিয়াম হাজারি, বিএনপি লেবানন শাখার সাধারন সম্পাদক জাকির হুসেন, প্রবাসী কল্যান সমিতি লেবানন শাখার সাবেক সাধারন সম্পাদক মানিক মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন ও বি.এম নুরুল আমিন।টুর্নামেন্টে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন মিন্টু মাল।

প্রধান অতিথি আহম্মেদ সারোয়ার বলেন, বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় খেলা ক্রিকেট।সেই ধারাবাহিকতায় ২০১১ সালে লেবাননে প্রথম বারের মত প্রবাসী ক্রিকেট লীগ চালু হয়।প্রবাসী ক্রিকেট লীগে প্রবাসী বাংলাদেশীদের ব্যপক অংশ গ্রহনে টুর্নামেন্টটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে।এই টুর্নামেন্টের মাধ্যমে লেবানিজদের কাছে ক্রিকেট পরিচিতি লাভ করে।লেবাননে বিভিন্ন কোম্পানীতে কর্মরত বাংলাদেশীরা কোম্পানীর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে অংশগ্রহন করে।আমি এবং আমার কোম্পানী আল রাবিয়া সার্ভিস প্রবাসী ক্রিকেট লীগের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সভাপতি শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, এ বছর শত প্রতিকূলতার মাঝেও আমরা প্রবাসী ক্রিকেট লীগ শুভ উদ্ধোধন করতে পেরেছি।টুর্নামেন্টটি সফল ভাবে শেষ করতে লেবাননের সকল ক্রীড়ামোদী প্রবাসীদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

প্রবাসী ক্রিকেট লীগে স্পন্সর করছে আল রাবিয়া সার্ভিস ও আল মারওয়া ট্রেডিং কোম্পানী।মিডিয়া পার্টনারে রয়েছে বাংলা ভিশন ও ডিবিসি চ্যানেল। প্রবাসী ক্রিকেট লীগকে অনুসরন করে লেবাননে বর্তমানে আরো ২টি ক্রিকেট টুর্নামেন্ট চলছে এবং প্রতিটি টুর্নামেন্টেই প্রবাসী বাংলাদেশীরা অতি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশ গ্রহন করছে।এবারের প্রবাসী ক্রিকেট লীগে মাঠের দর্শকদের মধ্যে যে এক হাতে বল তালুবন্দী করতে পারবে, সেই সৌভাগ্যবান দর্শকের জন্যে আকর্ষনীয় পুরুস্কারের ব্যবস্থা করেছে আল রাবিয়া সার্ভিস।

উদ্ধোধনী খেলায় ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব এক উইকেটে ইনক্রিপ্ট ক্রিকেট একাদশ এর বিরুদ্ধে জয়লাভ করে।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2vuVocj

August 14, 2017 at 12:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top