জকিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন


জকিগঞ্জ প্রতিনিধি :: পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে খুন হয়েছেন জকিগঞ্জ পৌর শহরের লাকী হোটেলের সত্ত্বাধিকারী কামাল আহমদ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরস্থ তাদের বাসায়। এ ঘটনায় ঘাতক সৎ ছোট ভাই জাকির আহমদকে বিকেল ৩টার দিকে খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকা থেকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
 
নিহত কামালের আপন ভাই জামাল আহমদ জানান, পারিবারিক বিরোধের জেরে খলাছড়া গ্রামের মৃত শফিকুল হকের প্রথম স্ত্রীর ছেলে কামাল আহমদ জকিগঞ্জ বাজারের লাকি হোটেলের পেছনের বাসায় ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে তার সৎ ভাই জাকির হোসেন ঘুমন্ত কামাল আহমদকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। জাকিরের এলোপাতাড়ি দায়ের কোপে কামালের পা, বুক, পেট, কোমর ও কাঁধে মারাত্মক জখম হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর দুপুর ১২টার দিকে চিকিৎসকরা কামাল আহমদকে মৃত ঘোষণা করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vFYczV

August 29, 2017 at 05:35PM
29 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top