নয়া দিল্লী, ০৪ আগষ্ট- রাজ্যসভায় তাঁর উপস্থিতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের জবাব দিতেই বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন অধিবেশনে। কিন্তু তা সত্ত্বেও থামছে না বিতর্ক। যদিও এর মধ্যেই নিজের সাংসদ তহবিল থেকে গবীর-দুঃখিদের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা কেরলের এর্নাকুলামের জেনারেল হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন বসানোর জন্য অনুদান দিলেন শচীন টেন্ডুলকার। ঘটনার প্রসঙ্গে স্থানীয় বিধায়ক হায়বি এদেন জানান, কয়েকদিন আগেই সরকারি হাসপাতালে একটি এক্স-রে মেশিন যাতে বসানো যায়, সেজন্য আর্থিক সহায়তা চেয়ে রাজ্যসভার সাংসদ শচীনের কাছে আরজি জানানো হয়েছিল। এরপরই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে জেলা কালেক্টরকে চিঠি লেখেন। হাসপাতালে যত দ্রুত সম্ভব এক্স-রে মেশিন বসানোর জন্য প্রয়োজনীয় সবরকম সাহায্য করার নির্দেশ দেন। কোচিতে ১৮৪৫ সালে হাসপাতালটি তৈরি হলেও এখনও পর্যন্ত সেখানে কোনও ডিজিটাল এক্স-রে মেশিন নেই। আর তাই গরিব মানুষদের সহায়তার জন্য দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। পাশাপাশি জেলা প্রশাসনকে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকে নজর রাখতেও বলেছেন। এদিকে, রাজ্যসভায় উপস্থিতি নিয়ে বিতর্কের মাঝে পড়ে বৃহস্পতিবারই অধিবেশনে অংশ নিয়েছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু তাতেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। ইতিমধ্যে রাজ্যসভায় শচীনের বসে থাকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। আর সেই সঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু মিমও। যার মধ্যে অনেকগুলিই বেশ হাস্যকর। অনেকেই সেগুলি টুইটও করেন। আর/১০:১৪/০৪ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hufwpL
August 05, 2017 at 05:51AM
04 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top