লেবাননে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আ’লীগ একাংশের আলোচনা সভা

vv

বাবু সাহা, লেবাননঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম  শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার একাংশ ও বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ লেবানন শাখার যৌথ আয়োজনে।২৭ শে আগষ্ট রবিবার বিকাল ৩:০০ ঘটিকায় লাইলাকির কামাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার একাংশের সভাপতি বাবুল মুন্সির সভাপতিত্বে আলোচনা  সভায় প্রধান অতিথি ছিলেন বৈরুত দূতাবাসের মান্যবর  রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও আজীবন সদস্য আবুল বাশার প্রধান, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ইসমাইল হোসেন চৌধুরী আকরাম।

সাংগঠনিক সম্পাদক জাকির হোসন ও সহ সভাপতি মশিউর রহমান টিটুর সঞ্চালনায়  মঞ্চে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা দুলু মিয়া, আশফাক তালুকদার, সহ-সভাপতি রুবেল আহমেদ, বিপ্লব আহমেদ, সাধারন সম্পাদক তপন ভৌমিক, লেবানন আওয়ামী শ্রমিক লীগের সভাপতি রানা ভূইয়া ও শ্রমিক কল্যান সংগঠনের সভাপতি ওসমান গনী সহ আরো  অনেকে।

পবিত্র কোরআন  ও গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন  সহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সহ  ২১শে আগষ্ট গ্রনেড হামলার সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হত না।প্রবাসে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করি।লেবাননে আমরা কি সত্যিই বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিন্তা ও চেতনায় কতটুকু ধারন করতে পেরেছি?যদি আমরা ধারন করতে পারতাম তাহলে আমাদের মধ্যে রাজনীতির নামে এত বিভাজন বা দূরত্ব সৃষ্টি হত না।আসুন, আমরা সবাই লেবাননে বিভাজনের রাজনীতি পরিহার করে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করি।আমাদের কর্মকান্ডে প্রবাসে যাতে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন না হয়, সেদিকে সকল প্রবাসী বাংলাদেশীদের বিশেষ ভাবে খেয়াল রাখা উচিৎ।

সভায় অন্যান্যদের মধ্যে  আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা আজাদ মিয়া,  সহ-সভাপতি মোহাম্মদ আলী, দুলাল মিয়া, মানিক সরকার, শেখ ফজলুল ইসলাম, আমীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর ইসলাম, লোকমান হোসেন,  মোহাম্মদ উল্যাহ, মাসুদ রানা, ইব্রাহিম খান, জহির আহমেদ সহ অনেকে। সবশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সহ দেশ-দশের কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আশফাক তালুকদার।

সভায় লেবানন আওয়ামী লীগ ও শ্রমীক লীগের নেতৃবৃন্দ সহ শত শত মুজিব ভক্তরা উপস্থিত ছিলেন।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wQovss

August 30, 2017 at 01:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top