কলকাতা, ০২ আগস্ট- ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি রাজ্য ভাগ হতে দেব না, সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এক জনসভায় তিনি ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে ব্যাপক গণআন্দোলন চালানো হচ্ছে। মমতা আজ সেই ইস্যুতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। মমতা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, পাহাড়ে ইচ্ছে করে অশান্তি তৈরি করা হচ্ছে৷ গোটা পাহাড়ের অর্থনীতি ধুঁকছে৷ পর্যটন ও চা শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ পাহাড়ে এখন পড়াশোনার পরিবেশ নেই৷ স্কুল-কলেজ, অফিস, আদালত সব বন্ধ৷ এটা কীসের আন্দোলন? মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে৷ কেরোসিন বন্ধ, চিনিতে ভর্তুকি তুলে দেয়া হচ্ছে৷ ভর্তুকি দেয়া সামাজিক দায়বদ্ধতা৷ জনগণের টাকায় ভর্তুকি দেয়া হয়৷ রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ করা হচ্ছে। যদিও সাধারণ মানুষের টাকাতেই ভর্তুকি দেয়া হয়। ভর্তুকি বন্ধ হলে গরিব মানুষরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আগামী বছরের মার্চের পর পুরোপুরি রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেবে সরকার বলে গতকাল সোমবার জানিয়েছে। প্রতি মাসে চার টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপরেই সামাজিক যোগযোগ মাধ্যম টুইটার বার্তায় কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, আমি সত্যিই সাধারণ মানুষের কথা ভেবে চিন্তিত। আগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) থেকে ভর্তুকি তোলা হয়েছে এখন আবার। বিজেপি জনগণের কথা ভাবে না। বিজেপি প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে। এরা শুধু টাকার কথা ভাবে।কীভাবে বিজেপি সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে? ব্যাংকে জমা টাকায় সুদ কমানো প্রসঙ্গে মমতা আজ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, সুদ কমিয়ে দেয়া হল কেন? মানুষ কী তাহলে ফের চিটফাণ্ডে টাকা রাখবে? এভাবে তিনি কার্যত পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চিটফান্ডকে উৎসাহিত করার অভিযোগ করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: পার্স টুডে আর/১০:১৪/০২ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w35PBY
August 02, 2017 at 06:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন