নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের ডেপুটি জেলা কমান্ডার ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-পরিচালক, কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসআরএম ফারুক এর সহধর্মিনী এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহানগর যুবলীগ নেতা ফজল হাসনাত চাষীর মা মিসেস হেলেন আক্তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন)। গত শুক্রবার বিকেলে কুমিল্লা মুন স্পেশালাইজড হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বর্তমান আইনমন্ত্রীর মা ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সিরাজুল হকের স্ত্রী জাহানারা হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। গত শুক্রবার রাতে রেইসকোর্স নূর মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় জানাযায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মহানগর যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক সহ নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রেইসকোর্স এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
শনিবার বাদ যোহর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের কেন্দ্রীয় ঈদগায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায়, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল করিম সেন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, এমজি হাক্কানী, কসবা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু, উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, কসবা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি সোলেমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রতন মিয়া, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান খান, প্রথম আলোর বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আলোকচিত্রী সাংবাদিক এমদাদুল হক সোহাগ সহ রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মিসেস মিসেস হেলেন আক্তারকে দাফন করা হয়।
The post মিসেস হেলেন আক্তারের ইন্তেকাল appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2x0E7X4
August 19, 2017 at 09:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন