সুরমা টাইমস ডেস্ক: হজে যাবার প্রস্তুতি নিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন(সিসিক)-এর মেয়র আরিফুল হক চৌধুরী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ আগস্ট তিনি হজ যাত্রা করবেন।
আরিফুল হক চৌধুরী জানান, হজে যেতে তিনি এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তিনি হজে যাবার আশাবাদ ব্যক্ত করেন।
২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। পরে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ২৭ মাস তিনি ক্ষমতার বাইরে ছিলেন। গত ৬ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশে তিনি ফের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vve5MX
August 14, 2017 at 12:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন