ঢাকা, ২৯ আগস্ট- জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান। নিজেদের গানে পেয়েছেন সফলতা। আবার দ্বৈত গানেও তারা আলোচিত। দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত গান করেন ইমরান ও কনা। এরই ধারাবাহিকতায় এবার যাচ্ছেন সুদূর বাইরাইনে। ঈদুল আযহা সেখানেই কাটবে এই দুই তারকার। এ বিষয়ে কনা বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার আনন্দ অন্যরকম। এবার সেটি থেকে বঞ্চিত হবো। আবার ভালো লাগছে, বাহরাইনের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারবো বলে। ইমরান জানান, ঈদ উপলক্ষে এবার বেশ চাপ-এ আছেন তিনি। টানা শুটিং করছেন কয়েকদিন ধরে। এর মধ্যে নিতে হচ্ছে বাহরাইন যাওয়ার প্রস্তুতি। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারে স্মরণীয় ঈদ। বাংলাদেশের একদিন আগে আগামী ১ সেপ্টেম্বর বাহরাইনে ঈদ উদযাপিত হবে। বাংলাদেশ সোসাইটির ২০ বছর পূর্তি উপলক্ষে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাহরাইনের তুবলির এশিয়ান স্কুলের ড. আবদুল কালাম মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এমএ/ ০৯:৩২/ ২৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xIgqCo
August 29, 2017 at 03:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন