সারাদেশে সাংবাদিক হয়রানির ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

শাবি প্রতিনিধি :: সারাদেশে সাংবাদিক হয়রানির ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন পালন করেছে শাবি প্রেসক্লাব।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সারাদেশে সাংবাদিক হয়রানির ঘটনার নিন্দা জানানো হয়।

এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকালের খবরের প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদককে হুমকির দেন কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন। এছাড়া বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল করেসপন্ডেন্ট আজিজুল হককে বিজিবির সিইও কর্তৃক মারধর ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সায়েম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যকরী সদস্য সরদার আব্বাস আলী প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vnuHGw

August 10, 2017 at 11:30PM
10 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top