মুম্বাই, ০১ অগাস্ট- বলিউড মাতানো অভিনেত্রী আনুশকা শর্মার কাছে প্রাণিকুল খুবই প্রিয়। সম্প্রতি তার একটি কাজে এটাই প্রমাণিত হয়েছে। যাব হেরি মেট সেজাল ছবির শুটিং করতে গিয়ে একটি আহত গাংচিল উদ্ধার ও চিকিৎসা করিয়েছেন তিনি। কিছুদিন আগে যাব হেরি মেট সেজাল ছবির শুটিংয়ের জন্য আনুশকা শর্মা গিয়েছিলেন লিসবনে। ছবির শুটিংয়ের সময় একদিন ভোরবেলা সমুদ্রের পাড় ঘেঁষে হাঁটার সময় তীরে একটি অসুস্থ গাংচিল পড়ে থাকতে দেখেন তিনি। কাছে গিয়ে দেখেন পাখিটি ডানায় আঘাত পেয়ে ছটফট করছে। তিনি পাখিটি হোটেলে নিয়ে আসেন। পাখিটির চিকিৎসার ব্যবস্থাও করেছেন আনুশকা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uQKk9a
August 01, 2017 at 07:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top