সিডনি, ১৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আজ ১৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ড. দাউদ হাসান ও ড. মমতা চৌধুরীসহ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার মফিজুল হক, সৈয়দ শাহ আলম, ইফতেখার উদ্দীন ইফতু, জহিরুল ইসলাম মুহসীন, এম এ মনসুর এবং নুরুল ইসলামের সহধর্মিণী সানোয়ারা ইসলাম ও সানোয়ারা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নুরুল ইসলাম সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাওয়া আহ্বান জানান। আর/০৭:১৪/১৬আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vByCPQ
August 16, 2017 at 01:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন