ঢাকা, ২৬ আগস্ট- শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছিলো খুদে ফুটবলাররা। পরক্ষণে গ্রুপ পর্বে সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিকদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ফয়সালদের। শুক্রবার সেমিফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম গোলটি হজম করতে হয়েছিলো খেলার পঞ্চম মিনিটেই। প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা। ৩০ মিনিটে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বিরতির পর ৬৪ মিনিটের সময় আরেকটি আত্মঘাতি গোল হজম করে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ফয়সালের জাদুকরী কিছু দেখার সুযোগ হয়েছে লাল-সবুজের জার্সি ধারীদের। ৭২ ও ৭৩ মিনিটে দুটি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে চতুর্থ গোল করে জয়ের ব্যবধান বড় করে নেপাল। এমএ/ ১২:৪৫/ ২৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wvR3XE
August 26, 2017 at 06:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন