মো. আবুল কাশেম :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, ফল শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। তাই ফলের চাহিদা পূরণের জন্য আমাদের সবাইকে বেশি করে ফলদ বৃক্ষ রোপন করতে হবে। তাছাড়া দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। তিনি সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার দুপুরে ‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে ৩দিন (২২-২৪ আগষ্ট) ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই’।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার জাবেল খলিল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা সহকারি কৃষি অফিসার দিলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার নুরুল ইসলাম, সমাজ সেবা অফিসার আবু ইউসুফ, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব, সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, কৃষি সম্প্রসারন অফিসার হাবিবুর রহমান,বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, সংগঠক বিভাংশু গুণ বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙাগীর আলম খায়ের, আবদুস সালাম, সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল প্রমুখ। সভার পূর্বে র্যালী বের করা হয়। সভা শেষে কৃষকদের মধ্যে ফলদ গাছ বিতরণ করা হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wv2H5r
August 22, 2017 at 10:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন