ঢাকা, ২৭ আগস্ট- প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই রান কম মনে হতে পারে। অবশ্য দিনের শেষ সময়ে সফরকারী দলের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে নিয়েছেন তারা। অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন, আপাতত ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে পাল্টে যেতে পারে এই চিত্র। দলীয় মাত্র ১০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে স্বাগতিক বাংলাদেশ বেশ বিপাকেই পড়ে গিয়েছিল। এই অবস্থা থেকে দলকে টেনে তুলেন সাকিব-তামিম। ১৫৫ রানের দারুণ একটি জুটি গড়ে দলকে সম্মানজকন স্কোরের পথ দেখান তারাই। অলরাউন্ডার সাকিবও মনে করেন, সে সময় তারা দৃঢ়তা দেখাতে না পরলে ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না, দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর আমাদের জন্য কাজটা অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা দুজনে (সাকিব-তামিম) চেষ্টা করেছি, তাই হয়তো সাফল্য পেয়েছি। তা ছাড়া অনেকদিন ধরে এক সঙ্গে খেলছি বলেই হয়তো আমাদের জন্য কাজটা কিছুটা সহজ হয়েছে। তবে উইকেট এতটা সহজ ছিল না। শুরু থেকেই বল ঘুরছিল। তবে বাংলাদেশই এখন চালকের আসনে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, প্রথম দিন শেষে ম্যাচের যে অবস্থা দেখা যাচ্ছে, ম্যাচে আমরাই চলকের আসনে আছি। অবশ্য কাল (সোমবার) আমাদের কাজ হচ্ছে প্রতিপক্ষের সাত উইকেট তুলে নেওয়া। কাজটা খুব একটা সহজ নয়। কারণ তাদের আছেন বিশ্বমানের কয়েকজন ব্যাটসম্যান। যাঁরা পারেন ম্যাচের চিত্র পাল্টে দিতে। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের এই কন্ডিশনের ভালো করা মোটেও সহজ নয় বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের কন্ডিশন কিছুটা আলাদা। যতোই তারা ভারতে খেলে থাকুক, বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য কঠিনই। কারণ এই দলের কেউই বাংলাদেশে খেলেনি এর আগে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলমান টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৪২ রানে পিছিয়ে আছে। বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে তারা ১৮ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে। মেহেদী হাসান ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন। অন্যটি হয়েছে রান আউট। এমএ/ ২০:২৮/ ২৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vsWByk
August 28, 2017 at 02:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top