জাঙ্গাইলে প্রয়াত শিক্ষক বরুণ চন্দ্র সরকার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

শহরতলীর জাঙ্গাইল এ সফির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অকাল প্রয়াত শিক্ষক বরুণ চন্দ্র সরকার স্মরণে মঙ্গলবার (২৯ আগস্ট) এক শোকসভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক অসীম রঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান।

স্বাগত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রজ গোপাল দে চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শিক্ষক সমিতি সিলেট সদর ও মহানগর শাখার সভাপতি এবং পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী, শোকাহত পরিবারের পক্ষে প্রয়াত শিক্ষক বরুণ চন্দ্র সরকারের ছোটভাই ও সরকারি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তরুণ কান্তি সরকার, মদনমোহন কলেজের প্রভাষক বিপ্লব রায়, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার কাছা মিয়া, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আসহাব উদ্দিন, তজমূল আলী, সলিম উল্লাহ, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মিসেস নূরুল নাহার আখতার, সিনিয়র শিক্ষক মৌলানা মো. শফিকুর রহমান, শিশির কান্ত দেবনাথ, প্রভাষক সীতেশ তালুকদার, প্রণয় কুমার সরকার, তাওফিকুর রহমান, জামাল মিয়া, মঞ্জুর আহমদ, মতিউর রহমান, বুরহান উদ্দিন, সেলিম আহমদ, রায়হান আহমদ, তাজ উদ্দিন আহমদ, সহকারি শিক্ষক লাভলী চক্রবর্তী, দিলারা বেগম, রাসেল কান্ত দাস, মাহবুবুল কবির, আব্দুল কাদির, আলী আছকর, জেসমিন আক্তার, মাহমুদা পারভিন, শিপা বেগম, শিবু চন্দ্র নাথ, মৌলানা মো. হেলালুর রহমান, জুনেদ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী জামাল আহমদ, একেএম আশফাক, দেলোয়ার হোসেন, ছাত্র সংসদের জিএস জুনেদ আহমদ, দশম শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান আহমদ, প্রয়াত শিক্ষকের শিশু পুত্র নিলয় সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী তোফায়েল আহমদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষক সুকুমার সিংহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বরুণ চন্দ্র সরকার ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি বলেন- যদিও বরুণ চন্দ্র সরকার নেই, শিক্ষার্থীরা যেন তাঁর আদর্শকে লালন করে সঠিকভাবে পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে বরুণ চন্দ্র সরকারের কর্মকে ধরে রাখতে পারে।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সভা শেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক সভাপতির বক্তব্য প্রদান করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। -বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wSHMtl

August 30, 2017 at 07:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top