উত্তরবঙ্গব্যুরো, ১৩ আগস্টঃ গত কয়েক দিন ধরেই অবিরাম বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গজুড়ে। ভুটান পাহাড় এবং সমতলে মুশলধারায় বৃষ্টিপাতের জেরে ছোটবড় সব নদী ফুলেফেঁপে উঠেছে। অন্যান্য জায়গার সঙ্গে কুমারগ্রাম ব্লকের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাঠ-ঘাট, নদী-নালা চারিদিকে জল থইথই। বৃষ্টির জমা জলে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা আবাদি জমি। কোথাও কোথাও রাস্তার ওপর জল দাঁড়িয়ে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। সংকোশ রায়ডাক নদীর জল অনেকটাই বেড়ে যাওয়ায় খেয়া পারাপার বন্ধ। ফলে বালাপাড়া, বিত্তিবাড়ি, ধনতলি, জয়দেবপুর টাপুর মতো বেশকয়েকটি এলাকায় কয়েক হাজার মানুষ জলবন্দি অবস্থার চরম অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারিভাবে খোলা হয়েছে বেশকিচ্ছু ত্রাণশিবির। দুর্গতদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি প্রশাসনের তরফে খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
রাতভর প্রবল বর্ষণে জল জমেছে রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে অধিকাংশ বাড়িতেই জল ঢুকে পড়েছে। এই দিন সেই জলেই ডুবে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। এদিন সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ১৮ নং ওয়ার্ডের পুর্বাসাপাড়া এলাকায়। মৃতের নাম সুবির ভগত(২)।
আলিপুরদুয়ার শহরের অধিকাংশ ওয়ার্ডে জল নামতে শুরু করলেও এখনও জলবন্দি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রশাসনের তরফে সেখানে দুর্গতদের ত্রাণ দেওয়া হচ্ছে। বীরপাড়া-রাঙ্গালিবাজনা এলাকায় জল নামতে শুরু করলেও বেশকিছু এলাকা এখনও জলমগ্ন। বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হযে পড়েছে। রাস্তাঘাট এখনও জলের তলায়। কোচবিহার শহরের বেশকিছু এলাকায় এখনও জল জমে রয়েছে। মাথাভাঙা ও তুফানগঞ্জ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে পড়েছে। সেখান থেকে রোগীদের বাইরে বের করে আনা হচ্ছে।
ছবিঃ ফুঁসছে পাহাড়ি নদী।-নৃসিংহপ্রসাদ গঙ্গোপাধ্যায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w2du6b
August 13, 2017 at 02:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন