আগরতলা, ১৬ আগষ্ট- ত্রিপুরা রাজ্যের বন্যাদুর্গত নারীদের পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সদস্যারা। বন্যা কারণে যেসব নারী তাদের নিজ ঘর-বাড়িতে সবকিছু ফেলে আসতে বাধ্য হয়েছে তাদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন তারা। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিজেপি;র মহিলা মোর্চার সদস্যারা রাজধানী আগরতলার ইন্দ্রনগর স্কুলের আশ্রয় শিবিরে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন। ওদিন প্রায় ২শ নরীকে শাড়ি দেওয়া হয়। বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকার বন্যাদুর্গত নারীদের মাঝে কাপড় বিতরণ করেন। এদিন প্রায় ৪শ নারীকে কাপড় দেওয়া হয়। এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যারা। পাপিয়া দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) একাধিক শিবিরে গিয়ে বন্যাদুর্গত নারীদের শাড়ি-কাপড় বিতরণ করা হবে। আর/১৭:১৪/১৬ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uIrYc0
August 17, 2017 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top