বিশ্বনাথে দিনমজুর জলিল হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন

1456039378মো. আবুল কাশেম::  সিলেটের বিশ্বনাথে অলিউর রহমান জলিল নামের এক দিনমজুর’কে হত্যার দায়ে ৬জনেক যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.এম জুলফিকার হায়াত এ রায় দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো-বিশ্বনাথ উপজেলার দেওলকস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে শামছুল ইসলাম (৪০), মনিরুল ইসলাম মনির (৩২), একই গ্রামের মৃত জমির আলীর ছেলে তাজ উদ্দিন (৪৫), মৃত ইছাক আলীর ছেলে মইয়ুল ইসলাম (৩৮), সেবুল মিয়া (৩০), মৃত জমির উদ্দিনের ছেলে বশির উদ্দিন (৫৫)।

মামলার বরাত দিয়ে আদালত সূত্রে জানাগেছে, ২০১২ সালের ২৪ মার্চ সকালে ধানের চারা রোপনের কাজ করছিলেন বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের সুনর আলীর ছেলে দিনমজুর অলিউর রহমান জলিল। এসময় পূর্ব বিরোধীদের জের ধরে প্রতিবেশী আসামিরা তাকে কুপিয়ে খুন করে।

এঘটনায় নিহতের মা নুরেছা বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার এসআই সাব্বির আহমদ ৬ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ১৯ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্য শুরু হয়। মামলার ২১ সাক্ষীর মধ্যে ১৩জনের সাক্ষী গ্রহন শেষে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।

মামলার রাষ্ট্র পক্ষে ছিলেন সরকারি কৌসুলী (এপিপি) ফখরুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন আবদুল কবির আকবরী, ময়নুল ইসলাম ও আতিকুর রহমান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gmd9p3

August 29, 2017 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top