ঢাকা, ১০ আগস্ট- এবার প্রতিবাদী নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। একমুঠো ভালোবাসা শিরোনামের এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরো অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, সেরা জামান, সালাউদ্দীন লাভলু প্রমুখ। আলামিন, মেহেদী রনির গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজিব রসুল। নাটকের গল্পের শুরুতে মেহজাবীন অনেক অসহায় একটি মেয়ে থাকে। ধীরে ধীরে সে প্রতিবাদী হয়। ভালোবাসার বিশ্বাস, প্রতিশ্রুতি, না পাওয়ার তীব্র যন্ত্রণা, পাওয়ার চরম আনন্দ, অনুভূতি, স্বপ্নের মৃত্যু, স্মৃতির কাতরতা নিয়েই মানুষের জীবন। ভালোবাসার এই পথে নানা রকম ভুল, প্রতারণা, উপেক্ষা জীবনকে অনেক সময় বিষিয়ে তোলে। মানুষ আত্মকেন্দ্রিক এবং হীনমন্যতায় ভুগে ভুল সিদ্ধান্ত নেয়। এরপরও সবার পথ চলতে হয়, ভালোবাসতে হয়। কারণ ভালোবাসা মানেই জীবন, ভালোবাসা মানেই বিশ্বাস, ভালোবাসা মানেই সুন্দর। পরিচালক রাজিব বলেন, নাটকের গল্পে ভালোবাসা, দ্বন্দ্ব, সুখ, স্বার্থ এবং আবেগ রয়েছে। সন্তান ও বাবা-মায়ের ভালোবাসা এবং প্রেমিক-প্রেমিকার ভালোবাসা আছে এখানে। এই সামাজিক বার্তা নিয়ে মূলত একমুঠো ভালোবাসা নাটকটি নির্মাণ হয়েছে। আগামীকাল শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে তাঁর অভিনীত একক নাটক প্রচারিত হবে। এমএ/ ০৭:২০/ ১০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wxk5TO
August 11, 2017 at 01:22AM
10 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top