সুরমা টাইমস ডেস্ক :: সিলেট পৌরসভা গঠিত হয়েছিল ১৮৭৮ সালে। দীর্ঘ এই পথ পরিক্রমায় নগরীর বিস্তার ও উন্নয়নে অনেকেই শ্রম, মেধা ও নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর আমাদের জীবনে নতুন আশা আকাঙ্খার সৃষ্টি হয়। স্বাধীনতার পর এই সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভুমিকা রেখেছেন বেশ কয়েকজন ব্যাক্তি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তারা এগিয়ে নিয়ে গেছেন সিলেটকে। বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশোনের ২০১৭-১৮ সালের বাজেট পেশকালে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তৃতায় তিনি বলেন- সিলেট এবং সিলেট নগরীর উন্নয়নে অবদানের জন্য আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সিলেটপ্রেমিক এম. সাইফুর রহমান, সাবেক স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, দেওয়ান ফরিদ গাজী, খন্দকার আব্দুল মালিক, রিয়ার এডমিরাল এম এ খান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্মরণ করি স্বাধীন বাংলাদেশে সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান জনাব বাবরুল হোসেন বাবুল, পৌর চেয়ারম্যান জনাব আ.ফ.ম কামাল এবং প্রথম মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরানকে। পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সাবেক সকল কমিশনার ও কাউন্সিলরদেরও শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি ওসমানী, কর্ণেল এ আর চৌধুরী, মেজর জেনারেল মঈনুল হোসেন চৌধুরী, মেজর জেনারেল আব্দুল আজিজসহ শহীদদের যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uWZUxz
August 18, 2017 at 07:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন