মুম্বাই, ২০ আগস্ট- একদিকে বক্স অফিসে ঝড় তুলছে স্বামী অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা ৷ আর অন্যদিকে স্ত্রী টুইঙ্কল খান্না, দেশের আসল চিত্রটা তুলে ধরলেন সোশ্যাল নেটওয়ার্কে ! কাণ্ডটা এরকমই ঘটিয়েছেন টুইঙ্কল খান্না ৷ সম্প্রতি জুহি বিচে মর্নিং ওয়াক করতে গিয়ে, বাস্তবের টয়লেটকে তুলে ধরলেন তিনি ৷ আর লিখলেন, গুড মর্নিং। আমার মনে হয় এটাই টয়লেট এক প্রেম কথা পার্ট টু-এর প্রথম দৃশ্য হতে চলেছে। মোদির স্বচ্ছ ভারত অভিযানকে সঙ্গে নিয়েই অক্ষয়ের নতুন ছবি টয়লেট এক প্রেম কথা তৈরি হয়েছে ৷ আর এই ছবি সমালোচকদের সঙ্গে সঙ্গে দর্শকদেরও মন জিতে নিয়েছে ৷ বক্স অফিসেও তুমুল সাফল্য পেয়েছে অক্ষয়ের এই ছবি ৷ কিন্তু সোশ্যাল নেটওর্য়াকে ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল ৷ তাহলে কী বৃথা এই স্বচ্ছ ভারত প্রচার ? বাস্তবে কী কিছুই বদল ঘটেনি !



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wtosl9
August 20, 2017 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top