চৌদ্দগ্রামে অভিযানে মাদকসহ আটক ১১

চৌদ্দগ্রাম প্রতিনিধি ● চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে মোটর সাইকেল বোঝাই ২২শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ট্রাক বোঝাই ৩৪ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়া পাঁচ জুয়াড়িকেও আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হচ্ছেন- ইয়াবাসহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের চান মিয়া ব্যাপারীর পুত্র মো. জহির, গাঁজাসহ গাইবান্ধা সদর থানার ধানগড়া গ্রামের মৃত মজিবুর রহমান ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম ড্রাইভার, সাদল্যাপুর গ্রামের মৃত রজনী বিশ্বাসের ছেলে শ্রী বিজয় বিশ্বাস, ফেনী সদরের দক্ষিণ চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে বাচ্চু মিয়া, টঙ্গীরপাড়ার নুর নবীর ছেলে কামরুল হাসান, একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম, জুয়াড়ি চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের ইমান আলীর ছেলে হারুন অর রশিদ, দেলোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন, আলী আশ্রাফের পুত্র দুলাল মিয়া, বাংপাই গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন আলম ও খিরণশাল গ্রামের বাবুল মিয়ার ছেলে কামাল হোসেন।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নির্মূলে ও আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এএসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকা থেকে ২২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল চালক জহিরকে আটক করে। এএসআই হিরণ কুমার দের নেতৃত্বে পুলিশ মিয়াবাজার এলাকা থেকে ট্রাক বোঝাই ২৪ কেজি গাঁজাসহ ট্রাক চালক শহিদুল ইসলাম, হেলপার শ্রী বিজয় বিশ্বাস এবং এসআই মিন্টু দত্তের নেতৃত্বে পুলিশ ১০ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রাম পৌরসভার চণ্ডিপুর এলাকা থেকে বাচ্চু মিয়া, কামরুল হাসান ও নুরুল আলমকে আটক করে। অপরদিকে বটন কুমার দের নেতৃত্বে পুলিশ মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়ি হারুন, জাহাঙ্গীর, দুলাল, শাহীন ও কামালকে আটক করা হয়।

The post চৌদ্দগ্রামে অভিযানে মাদকসহ আটক ১১ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2w0fZp2

August 24, 2017 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top