শিলিগুড়ি, ২২ আগস্ট- উত্তপ্ত পাহাড়ে বিক্ষোভ থামানোর মোক্ষম দাওয়াই পেল পুলিশ। রাজ্য প্রশাসনের শীর্ষ দফতর থেকে অনুমতি দেওয়া হল মোর্চা নেতা বিমল গুরুং-কে গ্রেফতার করার অনুমতি। শনিবার সকালে দার্জিলিঙে বিস্ফোরণের ঘটনায় বিমল গুরুং-এর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা শুরু করে করে পুলিশ। সদর থানায় দায়ের হয় অভিযোগ। বিমলের সঙ্গে তার দুই সহযোগী প্রকাশ গুরুং এবং প্রবীণ সুব্বার নামও যুক্ত করা হয়েছে৷ সূত্রের খবর, গ্রেফতারের নির্দেশ হাতে আসতেই আজ দুপুরে মোর্চা সুপ্রিমোর খোঁজে পাহাড়ের বিভিন্ন ডেরায় অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী। পাতলেবাস থেকে আরও নীচে মালিধুরা হয়ে একেবারে সিকিম সীমান্তে সিংলা পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ। তবে মোর্চা সুপ্রিমো আপাতত দার্জিলিংয়ে নেই বলে তল্লাশির পর নিশ্চিত হয়েছে পুলিশ। সম্ভবত তিনি পড়শি রাজ্য সিকিমে লুকিয়ে রয়েছেন। যদিও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বিমল গুরুং সহ দলের শীর্ষস্থানীয় অন্য নেতাদেরও খোঁজ চলছে। সন্ধান পেলেই তাঁদের গ্রেফতার করা হবে। অন্যদিকে, দলপতি বিমল গুরুং-এর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করতে নারাজ মোর্চা নেতৃত্ব মোর্চার সহ সম্পাদক জ্যোতিকুমার রাই অবশ্য বিমলের পালিয়ে যাওয়ার কথা মানতে চাননি। তিনি বলেন, দার্জিলিংয়েই রয়েছেন দলের সুপ্রিমো। তবে পুলিশ যেভাবে আমাদের সভাপতিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে তাতে আর বাড়িতে থাকছেন না বিমল।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wza4Ic
August 22, 2017 at 05:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top