ঢাকা, ৩০ আগষ্ট- অনেকটা অনুমিতই ছিল যে, ম্যাচ সেরার পুরস্কারটা উঠছে অস্ট্রেলিয়ার বধের নায়ক সাকিব আল হাসানের হাতেই। হলো ঠিক তা-ই। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বসেরা অলরাউন্ডার জিতে নিলেন ম্যাচ সেরার খেতাব। প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের হাল ধরেন সাকিব। খেলেন ৮৪ রানের মহামূল্যবান এক ইনিংস। ১০ রানের মাথায় তিন উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনার থেকে টেনে তোলেন তিনি। চতুর্থ উইকেটে তামিম ইকবালের সঙ্গে গড়েন ১৫৫ রানের জুটি। প্রথম ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন সাকিবই। দখলে নেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়াকে ২১৭ রানেই বেঁধে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬০ রান করা স্বাগতিকরা ৪৩ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। এবার সাকিব ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। থেমেছেন ৫ রানে। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে আবারও সফল সাকিব। ৮৫ রান খরচায় ৫ উইকেট দখলে নেন তিনি। দুই ইনিংসে মিলে পেলেন ১০ উইকেট। এটা টেস্টে ক্যারিয়ারে তার দ্বিতীয়বারের মতো দশ উইকেট শিকারের কীর্তি। সত্যি অসাধারণ! শাবাশ সাকিব! আর/১৩:১৪/৩০ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wInQJd
August 30, 2017 at 08:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top