কিশণগঞ্জ, ১৪ আগস্টঃ প্রবল বৃষ্টির জেরে প্লাবিত কিশণগঞ্জ। পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম কিশণগঞ্জ স্টেশন। গতকাল প্ল্যাটফর্ম উপচে যায় জল। আজ সামান্য হলেও জল কমেছে। তবে মহানন্দা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পরিস্থিতির অরও অবনতির আশঙ্কা। অবস্থা আরও খারাপ হয়েছে নেপালের মেচি নদী থেকে জল ছাড়ার ফলে। এদিকে ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক রয়েছে জলের তলায়। ফলে সড়ক যোগোযোগও ব্যহত এই এলাকায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uBvXXP
August 14, 2017 at 02:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন