উত্তর দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

রায়গঞ্জ, ১৬ আগস্টঃ বন্যার পরিস্থিতির অবনতি হল রায়গঞ্জে। জলবন্দি বহু গ্রাম। জমা জলে চরম ভোগান্তির শিকার বহু মানুষ। ইতিমধ্যেই বন্যার জল এসে ঢুকে পড়েছে রায়গঞ্জের বীরঘই গ্ৰাম পঞ্চায়েতের রুপাহাড় এলাকায়। এই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে জল জমায় কার্যত ব্যাহত হয়ে পড়েছে রায়গঞ্জ-মালদা রুটের যান চলাচল। এর জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। দুর্গাপুর, ইটাহারের বিস্তীর্ণ এলাকা পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জাতীয় সড়কের ধারে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বসবাস করছেন। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ উঠেছে।

রায়গঞ্জ শহরের তিনটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। গৃহহীন মানুষেরা রেল লাইনের দু-ধারে অস্থায়ী তাঁবু টাঙিয়ে রয়েছেন এলাকাবাসীরা। এই পরিস্থিতিতে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

জেলাশাসক আয়েশা রানি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2waOc6O

August 16, 2017 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top