ঢাকা, ০২ আগস্ট- চারিদিকেই এখন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তার জোয়ার। বিশেষ করে এখন কোন ঘটনা ঘটলেই আলোচনা আর সমালোচনার ঝড় উঠে এই মাধ্যমগুলোতে। বিশেষ করে ফেসবুকে। ঠিক তেমনি নাটকের গল্পও এখন বদলে যেতে শুরু করেছে। বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ফেসবুক বা অন্যান্য টপিক নিয়ে ইতোমধ্যেই টেলিভিশন নাটকগুলোতে কাজ হয়েছে। সেই ধারাবাহিকতায় শেখ সেলিমের পরিচালনায় রমজান ভাই পাবলিক ফিগার নামের একটি নাটকে দেখা যাবে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে কয়েকটি দৃশ্য। যেখানে দেখানো হয়ে অভিনেতা জাহিদ হাসান এলাকার বড় ভাই। যার চরিত্রের নাম রমজান। এলাকার ভাই-ব্রাদার নিয়ে তিনি একটি মিছিল বের করেন। কারণ নাইমা ভাবী রমজান ভাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। আপেল মাহমুদের রচনায় নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, আনন্দ খালেদ প্রমুখ। আসছে ঈদে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে। এমএ/ ০৯:৩৫/ ০২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hodNT9
August 03, 2017 at 03:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top