বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে হার সিন্ধুর

গ্লাসগো, ২৭ আগস্টঃ তীরে এসে তরি ডুবল। প্রায় দু ঘণ্টার উত্তেজক লড়াইয়ের পর জাপানের শাটলার নোজুমি ওকোহারার কাছে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে হার মানলেন পিভি সিন্ধু। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ম্যাচের ফলাফল ১৯-২১, ২২-২০,২০-২২। এর আগে সেমিফাইনালে সাইনা নেহওয়ালকে হারিয়েছিলেন ওকোহারা। তবে সিন্ধু ও ওকোহারা যে লড়াই উপহার দিলেন, তা স্মরণীয় হয়ে থাকবে। প্রথম গেমে ১১-৫ পয়েন্টে এগিয়ে ছিলেন সিন্ধু, সেখান থেকে ১৯-২১ পয়েন্টে গেম জেতেন ওকোহারা। দ্বিতীয় গেমে এগিয়েছিলেন ওকোহারা। সেখান থেকে টাইব্রেকারে গেম জেতেন সিন্ধু। টাইব্রেকারের শেষ পয়েন্টটা সিন্ধু জেতেন ৭৩ শটের র‍্যালির পর। এর থেকেই প্রমাণিত  হয় কীরকম ‘কাঁটে কা টক্কর’ হয়েছে দুজনের মধ্যে। তৃতীয় গেমে সিন্ধু এগিয়ে গিয়েও লিড খোয়ান ল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ হেরে বসেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vvjSzv

August 28, 2017 at 02:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top