ওল্ড মালদা, ২২ আগস্টঃ রাতারাতি জলের তলায় এবার পুরাতন মালদার মৌলপুর ব্লক হাসপাতাল। বন্ধ করা হল সমস্ত রকম চিকিত্সা পরিষেবা। ইমারজেন্সি পরিসেবা দিতে হাসপাতালের দোতলায় খোলা হয়েছে অস্থায়ী ওটি। চিকিত্সকরা জানিয়েছেন, সোমবার রাত থেকে হঠাত্ জল বেড়ে যাওয়ায় হাসপাতাল প্লাবিত হয়েছে। চিকিত্সা পরিসেবা কার্যত বন্ধ। সোমবার গভীর রাতে এক কোমর জলে তিনটি ডেলিভারি করানো হয়। মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল চত্ত্বরে ব্যাপক চাঞ্চল্য। হাসপাতাল চত্বরে অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে। চিকিত্সকরা জানান জল না কমলে হাসপাতালে পরিষেবা দেওয়া সম্ভব নয়।
এ দিকে পুরাতন মালদায় প্লাবিত হয়েছে চাকি মোর ৩৪ নম্বর জাতীয় সড়কের বিশাল অংশ জুড়ে। জাতীয় সড়কের ওপর চলছে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল। পুরসভার ১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ৯, ১১, ১৯, ২০ নম্বর ওয়ার্ডের নতুন করে আরও কিছু এলাকা সোমবার রাত থেকেই জলের তলায়। একই ভাবে মঙ্গলবাড়ি, যাত্রা ডাঙ্গা, মহিষবাথানি, সাহাপুর এবং মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিশাল অংশ নতুন করে প্লাবিত হয়েছে। সার্বিক ভাবে ক্রমশ অবনতি হচ্ছে পুরাতন মালদার বন্যা পরিস্থিতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wjlaRK
August 22, 2017 at 01:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন