মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: অপরাধ-অপকর্ম দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বিশ্বনাথ থানা পুলিশ। চুরি-ডাকাতি-ছিনতাই, মদ-জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। বিগত কয়েক মাসের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে বিব্রতকর অবস্থা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে মাঠে কোমর বেঁধে নেমেছেন তিনি। তাঁর এমন উদ্যোগ অপরাধীদের মধ্যে ছড়িয়েছে আতংক ও আশার সঞ্চার করেছে উপজেলাবাসীর মনে।
গত মাসের ১২ জুলাই রাতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন শামসুদ্দোহা পিপিএম। এর আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া থানায় কর্মরত ছিলেন। বিশ্বনাথে যোগদানের পর থেকেই বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কথা বলে আসছেন তিনি। মতবিনিময় করেছেন এ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে। তাঁর যোগদানের পূর্বাপর চুরি ও ছিনতাইয়ের ঘটনাগুলোসহ উপজেলাবাসীর নানা অভিযোগ আমলে নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন শামসুদ্দোহা পিপিএম।
থানার ভেতরগত কর্মকান্ড ঢেলে সাজানোর পাশাপাশি ইতিমধ্যেই মাঠ পর্যায়েও বাড়ানো হয়েছে পুলিশি টহল। ইতিমধ্যে বেশকিছু জুয়ার আসরে হানা দিয়ে টাকা ও সরঞ্জামসহ জুয়াড়ীদেরকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে বিভিন্ন মামলার আসামীদেরকেও। উপজেলাজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী। পুরো উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্যেও কাজ শুরু করেছেন তিনি। সর্বশেষ, গত সোমবার থানা কম্পাউন্ডে তাঁর আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভাতে অপরাধ দমনের পাশাপাশি থানায় আসা মানুষজনকে আন্তরিক সেবাদানের অঙ্গিকার পূন:ব্যক্ত করেন। তিনি বলেন,
‘তাঁর থানাতে আর কোনো অপরাধ-অপকর্ম হতে দেয়া হবে না। অপরাধী যেই হোক। তাদেরকে দমনে কোনো ছাড় দেবেন না তিনি। তিনি বলেন, আমার থানার দরজা আপনাদের জন্যে ২৪ঘন্টা খোলা থাকবে। কোনো অভিযোগ নিয়ে এলে সরাসরি আমার কাছে চলে আসবেন। সবাই সমানভাবেই আইনী সেবা পাবেন।’ তাঁর কথা ও কাজে আশার আলো দেখছেন উপজেলাবাসী। একটি অপরাধমুক্ত, ন্যায়বিচার ভিত্তিক আলোকিত জনপদ হিসেবে বিশ্বনাথ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তাঁর অঙ্গিকারের সফল বাস্তবায়ন দেখতে চান প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথের মানুষজন।
এ বিষয়ে কথা হলে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, জনগণের মনের যে বাসনা বা আকাংখা আছে, আমি তার প্রতিফলন ঘটাতে চাই। পুলিশ-জনগণের রসায়নের মাধ্যমে পরিবেশের উন্নতি করতে চাই। তবে এটা একার পক্ষে সম্ভব নয়। সব ধরণের অপরাধ বন্ধে পুলিশকে সহযোগিতার পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2vtnOl6
August 11, 2017 at 05:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন