শিলিগুড়ি, ২৫ আগস্টঃ ফের পাহাড়ে বিস্ফোরণ। গতকাল রাত ১টা ৩০ মিনিট নাগাদ তিস্তা বাজার সংলগ্ন কালিম্পং-দার্জিলিংয়ের সংযোগকারী পেশকখোলা ব্রিজের সামনে বিস্ফোরণটি ঘটেছে বলে। বিস্ফোরণে ব্রিজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কালিম্পং ও দার্জিলিংয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, গতকাল রাতেই কালিম্পং থেকে গ্রেফতার করা হয়েছে জনমুক্তি যুব মোর্চার সভাপতি পালদেন ভুটিয়াকে।
সম্প্রতি দার্জিলিংয়ের সুপারমার্কেট সংলগ্ন এলাকায় বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেশ কয়েকটি দোকান। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কালিম্পংয়ে থানায় গ্রেনেড হামলায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনায় গুরুতর আহত হন এক হোমগার্ড। এরপর বুধবার রাত ২টা নাগাদ সুখিয়াপোখরি থানায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। থানায় থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গ্রেনেড হামলার ঘটনা ঘটে লোধামায়। দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় মংপুর সিঙ্কোনার একটি গুদামে। পাহাড়ে একের পর এক গ্রেনেড হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন সহ পাহাড়ের রাজনৈতিক দলগুলির। এমন বিস্ফোরণের ঘটনায় মোর্চার দিকে অভিযোগের আঙুল ওঠায় যথারীতি ক্ষুব্ধ তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vcpZgb
August 25, 2017 at 04:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন