ব্যাংক কর্মকর্তা সজল দাসের আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :সিলেট নগরীর বাঘবাড়ী এলাকার মৃত যোগেন্দ্র চন্দ্র দাসের পুত্র সিলেটের বিয়ানীবাজার শাখার যমুনা ব্যাংকের ব্যবস্থাপক সজল কান্তি দাসকে ব্যাংকের এক পরিচালকের আত্মীয়ের প্ররোচনায় আত্মহত্যা এবং আত্মহত্যায় প্রত্যক্ষভাবে জড়িত আলী আহমদ সেলিস ও তার স্ত্রী কামরুনাহার স্বপ্না সহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে সিলেটের সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে আজ শনিবার বেলা ১১ ঘটিকার সময় নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিশাল মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে সিলেটের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, পেশা জীবী ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্তের পরিচালনায়,
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন,গত ৩১শে জুলাই ব্যাংক কর্মকর্তা সজল কান্তি দাসকে যারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, নিজেদের অন্যায় এবং অপকর্ম আড়াল করতে আত্মহত্যা করতে বাধ্য করেছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টন্তমূলক শান্তি দিতে হবে, আরও বক্তারা বলেন একজন সৎ, বিনয়ী ও কর্মপরায়ন কর্মকর্তাকে নানা ভাবে মানষিক চাপ সৃষ্টি করে এবং তার স্ত্রী-পুত্র-কন্যাকে প্রাণনাশের হুমকী দিয়ে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছেন, তারা সমাজের ও দেশের ঘৃণিত মানুষ, এদেরকে সামাজিক ভাবেও প্রতিরোধ করা উচিত। ঘৃৃণিত অপরাধীদের রক্ষায় যদি কোন মহল চেষ্টা করেন তাহলে পরর্বতীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার ও আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড:মৃত্যঞ্জয় ধর ভোলা, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি রামেন্দ্র বড়ুয়া,ডা: মাহমুদুল মজিদ চৌধুরী, সিটি কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এড: প্রদীপ কুমার ভট্রাচার্য, সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে যাদু, সিলেটের এডিশনাল পিপি সৈয়দ শামীম আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, জেলা পূজা পরিষদ‘র সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য, জেলা বাসদের সদস্য সুশান্ত সিংহা সুমন, মহানগর সহ সভাপতি মলয় পুরকায়স্ত, পাঠানটুলা ব্যাবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক মো: সাহেদ আহমদ, টুকের বাজার ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শফিকুল রাহমান শফিক, প্রয়াত সজল দাসের ছোট ভাই সুজিত দাস সিংকু,নিলাঞ্জন দাশ টুকু, এড:রঞ্জন ঘোষ, কুমার গনেষ পাল, প্রভাষক শালেহ আহমদ চৌধুরী, নিখিল দে, সরোজ ভট্রাচার্য, বৌদ্ধ দাস, রুহেল আহমদ, নুরুল ইসলাম নুর, সঞ্জিত মালাকার, সুমন দে, সঞ্জয় দেব, সুব্রত রায় দুলাল, প্রয়াত সজল কান্তি দাসের মেয়ে নির্বাচিতা দাস শর্মী ও ছেলে শায়ান দাস রিচিক প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vsfhS6

August 05, 2017 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top