নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী মামুন হত্যার একবছর হলো আজ ১৬ আগস্ট। হত্যাকান্ডের ১ বছর পেরিয়ে গেলেও ধরা পরেনি ঘটনার মূল হোতা প্রধান আসামী ছাত্রলীগ নেতা সুলেমান। এ নিয়ে স্বজন ও ব্যবসায়ী নেতৃবৃন্ধের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
মামুন হত্যার মামলার আসামীদেরকে সনাক্ত করে ৬ মাস আগে চার্জশীট জমা দিয়েছে পুলিশ। চার্জশীটে উল্লেখিত প্রধান আসামীর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফেতারি পরোয়ানা। এই পর্যন্তই এ মামলার অগ্রগতি। মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা সুলেমান রয়েছে এখনো ধরা ছোয়ার বাইরে। মামুনের স্বজনরা বলছেন পুলিশ প্রশাসনের গাফলতির কথা।
সিলেট কল্যান সংস্থার সভাপতি এহসানুল হক তাহের বলেন, মামুন হত্যাকান্ডের পর বিচারের দাবিতে রাজপথে আমরা আন্দোলন করেছি। প্রশাসনের কাছ থেকে আমরা শুধু আশ্বাসই পেয়েছি। এর বাস্তব কোন প্রতিফলন ঘটেনি। তাই আজও ধরা পরেনি মামলার প্রধান আসামী সুলেমান। এটা দুঃখজনক।
কোতওয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, মামলা বিচারাধনি রয়েছে। আমরা চার্জশীট জমা দিয়েছি। মামলার প্রধান আসামী সোলেমান এখনো ধরা ছোয়ার বাইরে জানতে চাইলে ওসি বলেন, তার বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি হয়েছে। জকিগঞ্জ থানায় তার গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে।
মামুন হত্যাকান্ডের পলাতক আসামীরা দেশের বাইরে রয়েছে এমনটা ধারনা করা হয়। তাই আসামীদের দেশের বাইরে থেকে ধরে আনার জন্য ইন্টারপুলের কাছেও আবেদন করেছিলো গোয়েন্দা বিভাগ।
গত ১৬ আগষ্ট ছাত্রলীগ নেতা সুলেমানের ছুরিকাঘাতে মারা যায় মামুন। এরপর থেকেই নগরীরে শুরু হয় এক অস্থিশীল পরিবেশ। ওই দিন থেকেই শুরু হয় ব্যবসায়ীদের আন্দোলন। এরপর জোড়ালোভাবে ১৮ আগষ্ট একঘন্টার অবস্থান কর্মসূচী পালন করা হয় । নগরীর জিন্দাবাজার এলাকায় বিকাল ৩টায় এক ঘন্টর অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে সিলেটের সকল ব্যবসায়ীরা। এসময় নগরীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা নিজেদের দোকানপাট বন্ধ করে দলে দলে এ কর্মসূচীতে অংশ নেন। এতে নগরীতে এক অচলাবস্থার মত সৃষ্টি হয়। এরপর ২১ আগষ্ট সিলেট মহানগর ঐক্য কল্যান পরিষদের আয়োজনে ডাক দেয়া হয় এক বিক্ষোভ সমাবেশের। ওইদিন আবার মামুন হত্যার সাথে জড়িত মোটরসাইকেলসহ তারেক নামের এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী ২৫ আগষ্ট অনুষ্টিত হয় প্রতিবাদ সমাবেশ। ঐদিন আবার টানা ৭দিনের কর্মসূচীর ঘোষনা দেয় সিলেটের ব্যবসায়ীরা। ২৬ আগষ্ট মামলাটি হস্তান্তর হয় ডিবি পুলিশের কাছে। আবারো সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে মামুনের এলাকাবাসী এবং ব্যবসায়ীরা ২৭ আগষ্ট সড়ক অবরোধ করে এবং প্রতিবাদ সভা পালন করে ।
২৯ আগস্ট বিকাল ৩টায় সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সিলেট নগরী ও জেলায় সন্ত্রাসী কর্তৃক অনাকাঙ্খিতভাবে ব্যবসায়ীদের হত্যা ও হামলায় স্থান পরিদর্শন এবং নিহতদের পরিবারের সাথে স্বাক্ষাতে সমবেদনা জ্ঞাপন, ৩১ আগস্ট বুধবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর শনি, রবি ও সোমবার গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। প্রতিবাদ সভা থেকে আইওয়াশ নয়, এজাহারে উল্লেখিত হত্যাকারীদের তড়িৎ গ্রেফতারের দাবী প্রশাসনের প্রতি জানানো হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uI7SyA
August 16, 2017 at 04:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন