ধূপগুড়ি, ১৩ আগস্টঃ বৃষ্টি মাথায় নিয়েই দুটি ওয়ার্ডকে বাদ রেখে ধূপগুড়ির ১৪টি ওয়ার্ডে পুরভোট শুরু হল। রবিবার সকাল সাতটা থেকে ১৪টি ওয়ার্ডের ৩৩টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। পরে বৃষ্টি বাড়তে পারে, এই আশঙ্কায় সকাল থেকেই বেশ কয়েকটি বুথে ভোটারদের লাইন পড়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনো বুথে কোনো গোলমালের খবর নেই। কোথাও কোনো ইভিএম নিয়ে সমস্যা হয়নি। নির্বিঘ্নেই ভোট চলেছে সব বুথে।
রবিবার ভোর থেকেই ১৪ নম্বর ওয়ার্ডে ৩২ নম্বর পোলিং স্টেশনের ১৫/১৯৯ নম্বর বুথের ভোটারদের জন্য প্রশাসন থেকে মাইকে ঘোষণা করা হয়, যাতে নেতাজিপাড়া নিউ প্রাইমারি স্কুলের পরিবর্তে তাঁরা ধূপগুড়ি হাইস্কুলে ভোট দিতে যান। জল জমার কারণে এই বুথটি সরিয়ে নেওয়া হয়েছে। ধূপগুড়ির ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডে জম জমার কারণে পুরভোট স্থগিত রাখা হয়েছে। ওই দুটি ওয়ার্ডে ভোট হবে ১৬ আগস্ট।
ছবিঃ বৃষ্টি মাথায় ভোট দিতে চলেছেন ভোটাররা। — সপ্তর্ষি সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vZXZfU
August 13, 2017 at 10:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন