কলকাতা, ১৬ আগষ্ট- দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাব জড়িয়ে নতুন জামাকাপড় কেনাকাটা, খাওয়াদাওয়া, এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়ানো। তেমনই দুর্গাপুজোর এক বিশেষ অংশ পুজোর প্রেম। জীবনের কোনও না কোনও দুর্গাপুজোয় প্রেমে পড়েননি বা প্রেম করেননি এমন বাঙালির দেখা পাওয়া ভার। কোনও না কোনও ষোড়শী কিংবা অষ্টাদশীর চোখে চোখ রেখে আপনি নিশ্চয়ই বলেছেন হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া। হতে পারে না কোনো ইচ্ছে তোকে ছাড়া। আপনার পুজোর সেই ধুলো পড়া প্রেমকে কিছুটা তোল্লাই দিতে হাজির রাজ চক্রবর্তীর নতুন ছবি বলো দুগ্গা মাঈকী-র নতুন গান হতে পারে না। এই পুজোয় একসঙ্গে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। রয়েছে কাকাবাবু, ব্যোমকশ। অন্যদিকে দেব আসছেন একেবারে দ্বৈত ভূমিকায়। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে একটু অন্য স্বাদের প্রেমের গল্প প্রজাপতি বিস্কুট।আরও একটি মিষ্টি প্রেমের ছবি নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীয় এই ছবির প্রেক্ষাপটও এক যৌথ পরিবারের দুর্গাপুজো। ছবির দুই মুখ্য চরিত্র সৌম্য আর উমার চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ ও নুসরাত। প্রথম গানেই বোঝা যাচ্ছে দুজনের কেমিস্ট্রি বেশ ভালো। পুজোর প্রেমকেই এক নয়া মোড়কে দেখা যাবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। অরিন্দমের সুরে ও প্রসেনের কথায় অঙ্কুশ ও নুসরতের লিপ এই গানটি গেয়েছেন অরিন্দম ও প্রস্মিতা। দুর্গাপুজোর আমেজ যেমন রয়েছে তেমনই রয়েছে হালকা প্রেমের মেজাজ। নুসরাতকে অবশ্য পাওয়া গেল একেবারে অন্য লুকে। পাঞ্জাবী পরে বাঙালি সাজে অঙ্কুশকেও মানিয়েছে বেশ। গানে গানে আপাতত জমিয়ে দিয়েছেন এই দুই টলি তারকা। এবার অপেক্ষা বড়পর্দায় আবারও ঢাকের তালে মেতে ওঠার। ২২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বলো দুগ্গা মাঈকী। আর/১২:১৪/১৬ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uMtPs7
August 16, 2017 at 07:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন