মুম্বাই, ১৬ আগষ্ট- তিন দেশের যৌথ প্রযোজনার ছবি অটাম মেমোরিজ ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আলি ফখর মৌসাভি। পাঞ্জাব শহের অনুষ্ঠিতব্য প্রথম লেক ভিউ ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে। অটাম মেমোরিজ যৌথভাবে প্রযোজনা করেছে ইরান, চেক প্রজাতন্ত্র ও ইউক্রেন। লেক ভিউ ফিল্ম ফেস্টিভালের প্রথম আসরের মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগে প্রদর্শনের জন্য ছবিটি মনোনীত হয়েছে। চলচ্চিত্র উৎসবটি প্রতিবছর ২৮ আগস্ট শুরু হয়ে টানা দশ দিন চলবে। উৎসবের প্রথম আসরে ৬০টি দেশ মূল প্রতিযোগিতা বিভাগে তাদের ছবি জমা দিয়েছে। এর মধ্য থেকে মৌসাভির অটাম মেমোরিজ সহ ১৭টি ছবি দেখানোর জন্য বাছাই করা হয়েছে। অটাম মেমোরিজ একটি মেয়ের যুদ্ধ-বিরোধী ভালোবাসার কাহিনি নিয়ে নির্মিত। যার পরিবার ও বাড়ি সন্ত্রাসী হামলার শিকার হয়। এতে সে বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং চোখের দৃষ্টি শক্তি হারায়। এমনকী বাক শক্তিও হারিয়ে ফেলে। তবে সে যুদ্ধ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের এমন লোকজনের মাঝে অন্য একটি প্রান্তরে ভালোবাসা ও শান্তি খুঁজে পেতে সক্ষম হয়। মৌসাভির ছবিটি এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আর/১২:১৪/১৬ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w87nhB
August 16, 2017 at 07:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন