সুরমা টাইমস ডেস্ক :: মাত্র ৬ ঘন্টা ব্যবধানে এবার নিজ দলের কর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এর আগে বিকেল ৩টার দিকে হামলা চালিয়ে আহত করে ব্রিটানিকা কলেজের যুক্তি বিদ্যা বিভাগের এক শিক্ষককে।
সিলেট নগরীর সুবিদবাজারে গ্রুপ বদলের জের ধরে ছাত্রলীগের দুই জনের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুবিদবাজার এ ঘটনা ঘটে। হামলায় সদ্য যোগ দেওয়া কাশ্মির গ্রুপের মওদুদ ও নাবিদ আহত হন।
এরমধ্যে মওদুদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার রাত সাড়ে ৯টার দিকে মওদুদ ও নাবিদ মোটরসাইকেল যোগে আম্বরখানার দিকে যাচ্ছিলেন। সুবিদবাজার এক্সেল টাওয়ারের সামনে আসামাত্র মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের নেতৃত্বে তাদের উপর হামলার ঘটনা ঘটে।
এক্সেল টাওয়ারের সামন থেকে মওদুদ ও নাবিদ দৌড় দিলে মিতালি হোটেলের সামনে তাদের ধরে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হামলার কথা অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার জানান- আমি এখন ঢাকায় যাওয়ার পথে।
হামলার কথা আমি শুনেছি। হামলায় আহত মওদুদ ও নাবিদ ছাত্রলীগের কেউ নয় দাবি করে তিনি বলেন- এরা ছিনতাইকারী। এদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ আছে। কোন ছিনতাইকারী ছাত্রলীগ হতে পারে না। নিজ গ্রুপে ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন- কোন ছিনতাইকারীর গ্রুপ কিংবা দল হতে পারে না।
কোতয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান- ইস্টার্ন থাই অ্যালমোনিয়ামের সামনে হামলার ঘটনা ঘটেছে। এটি বিমানবন্দর এলাকায় পড়েছে। বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান- বিমানবন্দর থানা এলাকায় একটি মোটরসাইকেল ফেলা অবস্থায় পাওয়া গেছে। বিস্তারিত কিছু এখনো জানি না। হাসপাতালে যাচ্ছি। পরে বিস্তারিত জানাচ্ছি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fUejrm
August 20, 2017 at 01:09AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন