অতিরিক্ত মোবাইল ব্যবহারে বকুনি বাবার, আত্মঘাতী ছেলে

জলপাইগুড়ি, ২৪ আগস্টঃ অতিরিক্ত মোবাইল ব্যবহার করার জেরে বাবার কাছে বকুনি খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীতে পাঠরত এক ছাত্র। আজ সকালে ডুয়ার্সের মাল ব্লকের ডামডিমের কাছে গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে। বিশ্বজিত্ বর্মন নামে ওই কিশোরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার বাবা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।  পেশায় টোটো চালক ওই কিশোরের বাবা গনেশ বর্মন জানান, অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহারের ফলে মাধ্যমিকে ফেল করেছিল এবছর। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকার জন্য বুধবার ছেলেকে বকাবকিও করে নিজে কাজে চলে যান। গতকাল সন্ধ্যে থেকে খোঁজ মেলেনি ছেলের। রাতেও বাড়ি না ফেরায় সকালে পুলিশে খবর দিতে বের হতেই নজরে আসে বাড়ির সামনেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছেলের মৃতদেহ। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wIuPkK

August 24, 2017 at 05:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top