সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকার বাস্তবায়ন করতে কাজ করছে বিএনপি। শত প্রতিকূল অবস্থার মাঝেও আজ নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী দল। নারীরা যতবেশি কর্মক্ষেত্রে আসতে পারবে ততবেশি তাদের প্রতি অন্যের বৈষম্যমূলক আচরণ কমে আসবে। এজন্য মহিলাদের আত্মনির্ভরশীল হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই যে যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবে কর্মক্ষেত্রে সে ততোবেশি উন্নতি লাভ করবে এবং নিজেরদেরকে কর্ম উপযোগী সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলতে পারবে।
তিনি শনিবার (২৬ আগস্ট) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ২৪ নং ওয়ার্ডের পূর্ব সাদাটিকরে মহিলাদের জন্য মাসব্যাপী ফ্রি টেইলারি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন কালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির পরিবহন বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার ও হুমায়ুন কবির সুহিনের সার্বিক তত্বাবধানে ও সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন কালে ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ বাবুল হোসেনের সভাপতিত্বে ও নোমান আহমদের পরিচালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর সালেহা কবির শেপী, মহানগর বিএনপির সাংস্কৃতি সম্পাদক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, কয়েছ আহমদ সাগর, মহানগর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মিনারা বেগম, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক স্বাধীন, সদস্য মাছুম আহমদ, বিশিষ্ট মুরব্বী আলাই মিয়া।
আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, কয়েছ আহমদ, মিতুল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাজ্জাদ আরিফ, আলী আহমদ আলম, মাহফুজ আহমেদ, ফজলুর রহিম মারুফ, পিংকু আহমদ, জাহেদুল হোসেন, হাবিব আহমদ মুক্তা, ইয়াসিন হোসেন জয় প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2w7kM8p
August 26, 2017 at 10:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন