ত্রাণ লুঠের পর এবার থানায় বিক্ষোভ বালুরঘাটে

বালুরঘাট, ১৭ আগস্টঃ ত্রাণ নিয়ে হাহাকার, জেলা জুড়ে বাড়ছে ক্ষোভ। গতকাল বালুরঘাট ও বংশীহারী ব্লকে ত্রাণ লুঠের ঘটনার পর বৃহস্পতিবার ফের ত্রাণ না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করল বন্যা দুর্গতরা। এখনোও ত্রাণ পৌঁছয়নি বিভিন্ন গ্রামে। বৃহস্পতিবার দুপুরে বংশীহারী থানার পাথরঘাটা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। পুলিশি হস্তক্ষেপে ও ত্রাণ সামগ্রী দেওয়ার আশ্বাস প্রশাসনের তরফ থেকে পেলে প্রায় দেড় ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এদিকে বালুরঘাট থানা মোড়েও এদিন বন্যা দুর্গতরা বিক্ষোভ দেখায়।

গত কয়েক দিন ধরেই বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। গৃহহীন কয়েক হাজার পরিবার। নেই খাবার, নেই পানীয় জল। আশ্রয় বলতে শুধুমাত্র ত্রাণ শিবির।

যদিও জেলা  প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে। পরিকাঠামোর ভাবে কোনো কোনো এলাকায় পৌঁছতে সমস্যা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wjcVop

August 17, 2017 at 09:14PM
17 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top