নিউইয়র্ক, ০৩ আগস্ট- নিউইয়র্কের পরিচিত মুখ সিপার আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা আটটায় এল্মাহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিপার আহমেদ চৌধুরীর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি এক ছেলে ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিপারের প্রবাসী স্ত্রী মাত্র দুই সপ্তাহ আগে মেয়েকে নিয়ে দেশে গেছেন। মৃত্যু সংবাদ জানার পরই তিনি নিউইয়র্কের পথে যাত্রা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, দিনে ইয়েলো ক্যাবের কাজের পালা শেষ করে বাড়ির আঙিনায় সবজি বাগান পরিচর্যা করছিলেন। এ সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে নিকটাত্মীয়কে ডাক দেন। জরুরি বিভাগে খবর দেওয়া হলে দ্রুতই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিপার আহমেদ চৌধুরী প্রায় তিন দশক আগে আমেরিকা আসেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের কুলাউড়া থানায়। সিলেট শহরের নাইয়রপুল এলাকায় তাঁদের পরিবারের বসবাস ছিল। প্রবাসী হওয়ার আগে সিপার সিলেট শহরের পরিচিত মুখ ছিলেন। নিউইয়র্কের বহু সামাজিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এর মধ্যে তিনি ইস্ট এলমাহার্স্ট জামে মসজিদের কার্যকরী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। সিপারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে দ্রুত উপস্থিত হন কমিউনিটির নেতা এমাদ আহমেদ চৌধুরী, শেরোয়ান আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান, সৈয়দ আবুল লেইস, আব্দুল কাদির শাহীন, আব্দুল মুমিত চৌধুরী, এবাদ চৌধুরী, জেড চৌধুরী জুয়েল, মামুন আহমেদ, ফরহাদ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, দেওয়ান শাহেদসহ মসজিদ কমিটির নেতারা। মরহুমের নামাজে জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজার পর শুক্রবার দিন তাঁকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সিপার আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জালাবাদ সিলেট সদর সমিতির শাহাব উদ্দিন, গোলাপগঞ্জ সোসাইটির শেরোয়ান আহমেদ চৌধুরী, হেলিম উদ্দিন আহমেদ, সাংবাদিক আবু তাহের, সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান, কাজী কয়েস, জিল্লুর রহমান, আবদুর রহিম বাদশাহ, শাহীন আজমল প্রমুখ। এমএ/ ০৪:০৮/ ০৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v1ACiC
August 03, 2017 at 10:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন