ঢাকা, ২৭ আগস্ট- দিনের শুরুর সঙ্গে শেষটা মিলে গেল একেবারে। মিরপুর টেস্টের প্রথম দিনের শুরুতে বাংলাদেশ ব্যাটিংয়ে হারিয়েছিল ৩ উইকেট। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরুর চিত্রটাও একই। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া। দিনশেষে ১৮ রান তুলতেই সফরকারীরা হারিয়েছে ৩ উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ম্যাট রেনশ (৬*) ও স্টিভেন স্মিথ (৩*)। আগের বলে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মিরাজের করা পরের বলে আবারও জোরালো আবেদন। সেই শুরু অস্ট্রেলিয়ার উইকেট হারানোর মিছিল। এরপর একে একে সাজঘরে ফেরেন উসমান খাজা ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা নাথান লিওন। ব্যাটিংয়ে ২৬০ রানে প্রথম ইনিংস শেষ করার পর বোলিংয়ে নেমেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করতে থাকে মুশফিকরা। উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিরাজের ঘূর্ণিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন ওয়ার্নার। ১৫ বলে ৮ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার আউটের পর দিনের খেলার খুব একটা বাকি ছিল না, তবু নাইট ওয়াচম্যান না নামিয়ে অস্ট্রেলিয়া তিন নম্বরে পাঠায় উসমান খাজাকে। ৭ মাস পর প্রতিযোগিতামূলক কোনও ম্যাচে নামাটার মুহূর্তটা মোটেও স্মরণীয় হলো না তার। নিজের ভুলে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ১ রান করে। শেষ পর্যন্ত নাইট ওয়াচম্যান হিসেবে নামেন লিওন। তাকে ঠিকমতো খেলার সুযোগই দিলেন না সাকিব। দুর্দান্ত বোলিংয়ে রানের খাতা খোলার আগেই অস্ট্রেলিয়ান স্পিনারকে প্যাভিলিয়নে ফেরান এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে। চাপে পড়া অস্ট্রেলিয়াকে আরও চেপে ধরেছে বাংলাদেশ। এমএ/ ০৭:৪৮/ ২৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wfHZ6v
August 28, 2017 at 01:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top