গাঁজা উদ্ধার

জলপাইগুড়ি, ১৫ আগস্টঃ ডুয়ার্সগামী একটি বাস থেকে গাঁজা উদ্ধার করলো জলাইগুড়ি সদর ট্রাফিক। আটক করা হয়েছে বাসটিকে। স্বাধীনতা দিবসের সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের পিডাব্লিউডি মোড় এলাকায়। কোতয়ালি পুলিশ সুত্রের খবর, এদিন সকালে পিডাব্লিউডি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ, সেসময় জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী একটি বাসে তল্লাশি চালাতে গিয়ে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা এবং বাসটিকে কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন ঘটনার তদন্ত করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i1NwdG

August 15, 2017 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top