লাকসামে ট্রেনের ছাদে ভ্রমনের অভিযোগে ৫০ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক ● লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমনের অভিযোগে অন্তত ৫০জন যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানের অংশ হিসেবে নিরাপদ ভ্রমন নিশ্চিত করার লক্ষে ময়মনসিংহগামী বিজয়, চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী চট্টলা ও কর্ণফূলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লাকসাম রেলওয়ে জংশন থানা পুলিশের ইনচার্জ (ওসি) স্বপন কান্তি বড়–য়া জানান, যাত্রী বেশে ট্রেনের ছাদে ভ্রমনকারী অপরাধী রোধ, অসর্তকতার কারণে মৃত্যুঝুঁকিসহ নানাহ দুর্ঘটনা রোধ ও  নিরাপদ ভ্রমনের লক্ষে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজয়, সাগরিকা, চট্টলা ও কর্ণফূলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে ৫০জন যাত্রীকে আটক করা হয়। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  এছাড়া আটক আরো অন্তত ২০ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

বিশেষ অভিযানের মাধ্যমে নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

The post লাকসামে ট্রেনের ছাদে ভ্রমনের অভিযোগে ৫০ যাত্রী আটক appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2vzWC6O

August 08, 2017 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top