সুরমা টাইমস ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৭ আগস্টের মধ্যে ব্যাংকগুলোকে তথ্য পাঠাতে বলা হয়েছে। খালেদা জিয়ার নামে গত সাত বছরে লেনদেনের তথ্য পাঠাতে হবে ব্যাংকগুলোকে।
এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১ জুলাই থেকে এই চিঠি পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার সব ধরনের হিসাব, লেনদেনের তথ্য সাত দিনের মধ্যে জানাতে হবে।
এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) কর অঞ্চল ৮ থেকে এ সংক্রান্ত চিঠি বানিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর রয়েছে কর অঞ্চল ৮ এর উপ-কর কমিশনার মো. সফিউল আজমের।
এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বেগম খালেদা, পিতা: মরহুম ইস্কান্দার মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, টিআইএন নম্বর ১৭৩৯৩৯৫৬৭২৯৭/সার্কেল- ১৬৩। বাড়ি নং এনইডি-১, রোড নং ৭৯, গুলশান-২ ঢাকা।’
এর আগে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করেছিলো এনবিআর। ওই সময়ে খালেদা জিয়ার নিজ নামে বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাব জব্দ করা হয়। তখন হিসাব জব্দ করা হলেও প্রতিমাসে খরচের জন্য সব হিসাব মিলে ৫০ হাজার টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে ওই সীমা বহাল রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fy8q2Z
August 11, 2017 at 09:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.