চিনা সেনার লাদাখ দিয়ে ভারতে প্রবেশের চাল ভেস্তে দিল ভারতীয় সেনা

নয়াদিল্লি, ১৬ আগস্টঃ লাদাখ দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চিনা সেনার চাল বানচাল করে দিল ভারতীয় সেনা। আজ নয়াদিল্লির একটি সূত্রে জানা গিয়েছে, লাদাখের প্যাংগং লেকের উত্তর দিকে মঙ্গলবার সকালের দিকে যতক্ষণ পর্যন্ত উভয়পক্ষ পিছু হটে ততক্ষণ চলে লড়াই। দুপক্ষের মধ্যেই চলে পাথর ছোঁড়া। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান।

জানা গিয়েছে, লাদাখের প্যাংগং লেকের ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ দিয়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। দুজায়গাতেই প্রথমে ভোর ৬টা এবং ফের সকাল ৯টা নাগাদ অনুপ্রবেশের চেষ্টা চালায় চিনা বাহিনী। কিন্তু, প্রতিবারই চিনা আগ্রাসন রুখে দেয় ভারতীয় বাহিনী।

সেনা সূত্রে খবর, প্রায় ৩০ মিনিট ধরে চলে এই সংঘাত। তবে, পরিস্থিতি জটিল হওয়ার আগে দুপক্ষই নিয়মমাফিক ব্যানার ড্রিল করে নিজ নিজ জায়গায় ফিরে যায়।

সেনা সূত্রে খবর, চিনা সেনা ফিঙ্গার ফোর এরিয়া পর্যন্ত এগিয়ে এসেছিল। এই জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। কারণ, উভয় দেশই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে।

ডোকলাম-ইস্যুকে কেন্দ্র করে এমনিতেই দুদেশের সেনার মধ্যে সার্বিক সংঘাতের পরিবেশে তৈরি হয়েছে। চলছে চাপা উত্তেজনা। এই ঘটনা নিঃসন্দেহে তাতে ঘৃতাহুতি দেবে বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uNNurO

August 16, 2017 at 01:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top