নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের ডিসি নীলাদ্রী লেকে ডুবে যাওয়া সেই পর্যটক ওয়াহিদ পলিনের লাথ খুঁজে পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় লেকের মধ্যখানে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে তারা।
টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট শাকিল আহমেদ জানান, নিখোঁজের পর থেকে গত দু-দিন পুলিশ, বিজিবি ও ডুবুরীদল প্রানপন চেষ্টা চালিয়ে লেকের পানিতে ডুবে যাওয়া নিখোঁজ পলিনের সন্ধ্যান পায় নি। যে স্থানে পলিন নিখোঁজ হয়েছে সে স্থান থেকে অনেক ৩০গজ দুরে লাশ ভেসেঁ উঠেছে আজ সকালে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহত ওয়াহিদ পলিন(২৮)কুমিল্লা জেলার মোরাদনগড় উপজেলার সাংলাজুর গ্রামের মোস্তোফা কামালের ছেলে। পলিন ঢাকা বসুন্ধারা গ্রæপে চাকুরী করতেন। মিরপুর ১৪ এর ডেসকো কোয়াটারে বসবাস করেন। গত শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলার উদ্যোশে রওনা হয়ে ট্যাকের নীলাদ্রী,বারেকটিলা টাংগুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটন ষ্পট ঘুরে রাতে ট্যাকেরঘাটে অবস্থান করে ওয়াহিদ পলিন সহ তার ৫জন বন্ধু। শনিবার দুপুর ২টার সময় ওয়াহিদ পলিন,রশনি নাহার,নাহিদ,কিশোরী ফেরদৌস বাধঁন সহ সবাই মিলে নীলাদ্রী লেকে গোসল করতে নামে। সাতার না জানায় পলিন লেকের কাছেই গোসল করে। এক প্রর্যায়ে অসাবধানতা বসত গভীর জলে তলিয়ে যায়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vFqIp1
August 07, 2017 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন